কোটচাঁদপুরে পরকীয়া প্রমিকার ঘরে গলায় ফাঁশ দিয়ে প্রেমিকের আত্মহত্যা

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

১০ মাস আগে বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে সোহান হোসেন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রবিবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক অস্থিরতার জেরে কয়েকদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিলেন সোহান। রাতে সে সুইটির ঘরে গিয়ে তাঁর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় সুইটি নিজের ঘরে ছিলোনা নিজেকে নির্দোষ দাবি করে বলেন,আমি মায়ের সঙ্গে অন্য ঘরে ছিলাম। সে কখন ঘরে ঢুকে এমন কাজ করেছে  আমি কিছুই জানি না। 

মৃত সোহানের স্ত্রী স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। ছয় ও দশ বছরের দুটি পুত্র সন্তানের জনক ছিলেন সোহান। ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে নিস্তব্ধতা। বুক ধরে কান্নায় বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বৃদ্ধ পিতা এমন হৃদয়বিদারক দৃশ্যে দেখে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হঠাৎ মৃত্যু, পরকীয়ার সম্পর্ক এবং দুই সন্তানের ভবিষ্যৎ বলরামপুর গ্রামের এই ঘটনা এখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


No comments

Powered by Blogger.